ভুল ক'রে যদি ভালবেসে থাকি ক্ষমিও সে অপরাধ (bhul kore jodi bhalobeshe thaki)
ভুল ক'রে যদি ভালবেসে থাকি ক্ষমিও সে অপরাধ।
অসহায় মনে কেন জেগেছিল ভালবাসিবার সাধ॥
কত জন আসে তব ফুলবন
মলয়, ভ্রমর, চাঁদের কিরণ, —
তেমনি আমিও আসি অকারণ অপরূপ উন্মাদ॥
তোমার হৃদয়-শূন্যে জ্বলিছে কত রবি শশী তারা,
তারি মাঝে আমি ধূমকেতু সম এসেছিনু পথহারা।
তবু জানি প্রিয় একদা নিশীথে
মনে পড়ে যাবে আমারে চকিতে,
সহসা জাগিবে উৎসব-গীতে সকরুণ অবসাদ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'মোহামদী পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৪১' (মে-জুন ১৯৩৪) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। ধারণা করা হয়, গানটি রচিত হয়েছিল বৈশাখ মাসের শেষের দিকে। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১১ মাস।
- গ্রন্থ:
- গানের মালা।
- প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৫। দরবারি-কানাড়া-মিশ্র একতালা]
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৫। দরবারি-কানাড়া-মিশ্র একতালা। পৃষ্ঠা ১৯৬]
- গানের মালা।
- পত্রিকা: মোহাম্মদী [জ্যৈষ্ঠ ১৩৪১ (মে-জুন ১৯৩৪)]
- রেকর্ড সূত্র:
- এইচএমভি [নভেম্বর ১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২ )। রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল।
- এইচএমভি [আগষ্ট ১৯৪৩ (শ্রাবণ-ভাদ্র ১৩৫০)। এন ২৭৩৯২। শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায় (মাষ্টার বাদল)। সুর গোপেন মল্লিক। [শ্রবণ নমুনা] [বিটু শীল (শ্রবণ নমুনা)]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, একত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন, ১৩৯৭ বঙ্গাব্দ/ ফেব্রুয়ারি, ২০০৭ খ্রিষ্টাব্দ] ১৯ সংখ্যক গান। সতীনাথ মুখোপাধ্যায় (মাষ্টার বাদল)-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, একত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন, ১৩৯৭ বঙ্গাব্দ/ ফেব্রুয়ারি, ২০০৭ খ্রিষ্টাব্দ] ১৯ সংখ্যক গান। সতীনাথ মুখোপাধ্যায় (মাষ্টার বাদল)-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: গমা