আমাদের কথা

বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন কাজী নজরুল ইসলাম। দ্রোহ ও প্রেমে, কোমলে ও কঠোরে বাংলা সাহিত্য ও সঙ্গীতে যোগ করেছিলেন এক নতুন মাত্রা। বাংলা সঙ্গীত ভুবনে তাঁর রচিত গান নজরুল-সঙ্গীত হিসেবে সুপরিচিত। বাংলা গানের সকল ধারা এসে মিলিত হয়েছে নজরুল-সংগীতে। এ কারণে নজরুল-সংগীতকে বাংলা গানের অনুবিশ্ব অভিধায় ভূষিত করা হয়ে থাকে। কিন্তু উপযুক্ত অভিভাবকের অভাবে কবি রচিত বিশাল সঙ্গীত ভাণ্ডারে বিপুল বিভ্রান্তি অনুপ্রবেশ করেছে। কবি রচিত বাণী ও সুরে এসেছে ব্যাপক পরিবর্তন।

উচ্চতর ও পদ্ধতিমাফিক গবেষণার মাধ্যমে নজরুল-সঙ্গীতের ক্ষেত্রে বিরাজিত তথ্য বিভ্রাট দূরীকরণসহ সঠিক বাণী ও সুরে নজরুল-সঙ্গীত চর্চার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল দীর্ঘদিন ধরে। বিশেষত নজরুল-সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক, গবেষক, স্বরলিপিকার সর্বোপরি শ্রোতাদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ একটি সঠিক বাণী-সুর-স্বরলিপি ও তথ্য সম্বলিত নজরুল-সংগীতের পূর্ণাঙ্গ একটি আর্কাইভের দাবি উঠেছিল জোরেশোরে।

নজরুল-সঙ্গীত শিল্পী, গবেষক, প্রশিক্ষক সর্বোপরি সম্মানিত শ্রোতাদের চাহিদার বিষয়টি বিবেচনা করে শুদ্ধ বাণী ও সুরে নজরুল-সঙ্গীত চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে নজরুল-সঙ্গীত কোষের অবতারণা।

নজরুল-সঙ্গীত কোষের উদ্দেশ্য 

সঙ্গীতের প্রতি কবি কাজী নজরুল ইসলামের আবাল্য অনুরাগ। তিনি তাঁর সৃষ্টিশীল সঙ্গীত জীবনে তিন সহস্রাধিক গান রচনা ও সুর সংযোজনা করেছেন। বলা অপ্রসাঙ্গিক হবে না যে, গান রচনার সময় কবি মনে মনে একটি সুরের কাঠামো দাঁড় করিয়ে নিতেন। গীতিগ্রন্থগুলোতে অন্তর্ভুক্ত গানের শীর্ষদেশে প্রায় সকল গানেরই সুর ও তাল নির্দেশ পাওয়া যায়। তবে শিল্পীকে গান শিখাতে গিয়ে শিল্পীর কণ্ঠনৈপুণ্য অনুযায়ী কখনো কখনো সুর ও তালের পরিবর্তন করেছেন। এছাড়া রেকর্ডে ধারণের সীমাবদ্ধতার কারণেও গীতিগ্রন্থে প্রকাশিত অনেক গানের বাণী সংযোজন, বিয়োজন কিংবা পরিমার্জন করেছেন। কিন্তু এ ধরণের তথ্যাবলী কবির কোনো সঙ্গীতগ্রন্থ কিংবা গবেষণামূলক গ্রন্থে বিশদভাবে বর্ণিত হয়নি। এসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে নজরুল-সঙ্গীত কোষের উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। নজরুল-সঙ্গীত কোষ-এর উদ্দেশ্যসমূহ প্রধানত নিম্নরূপ:

  • দেশ-বিদেশ হতে নজরুল-সঙ্গীত সংগ্রহ, সংকলন, সংরক্ষণ এবং নজরুল-সঙ্গীত কোষে প্রকাশ এবং সঠিক সুর নির্দেশসহ লভ্য প্রতিটি গানের শুদ্ধ বাণী প্রকাশ
  • ·আদি রেকর্ডে ধারণকৃত (এ পর্যন্ত প্রাপ্ত) প্রতিটি গানের শ্রবণ নমুনা প্রকাশ করা। একইসঙ্গে আদি রেকর্ডের সুরাণুসরণে  অধুনা গীত গানের শ্রবণ নমুনা প্রকাশ
  • আদি স্বরলিপিতেধৃত গানের শ্রবণ নমুনা প্রকাশ
  • আদি রেকর্ডে ধারণকৃত গানের/আদি স্বরলিপিতেধৃত গানের আনুষঙ্গিক তথ্যাদি প্রকাশ
  • আদি রেকর্ডে ধারণকৃত গানের প্রমিত স্বরলিপি/আদি স্বরলিপি প্রকাশ
  • প্রতিটি গানের ভাবসম্পদ প্রকাশ

উল্লিখিত লক্ষ্যকে সামনে রেখে, আমাদের যাত্রাপথের সূচনা হলো- এই বৈদ্যুতিন কোষের মাধ্যমে। নজরুলে তিন সহস্রাধিক গানের সকল স্বরলিপি, শ্রবণ নমুনা এবং তথ্যগত বিষয়টি শ্রম এবং সময় সাপেক্ষ বিষয়। আমরা চলমান প্রক্রিয়ায় আমাদের লক্ষ্যপূরণে অঙ্গীকারবদ্ধ।

এই কোষ প্রণয়নে বহুগুণীজন এবং সংগঠন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য পেয়েছি। তাঁদের কাছে সবিশেষ কৃতজ্ঞ। বিশেষ করে দৃক্ আইসিটি, অনুশীলন (অনলাইন বিশ্বকোষ), সিরাজ সাঁই (সংগৃহীত আদি গানের শ্রবণা), জিল্লুর রহমান (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার), ড. পরিতোষকুমার মণ্ডল (সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অলল্টারনেটিভস (ইউডা) প্রমুখ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।