যৌবনে যোগিনী সাজিয়া লো সজনী (joubone jogini sajiya lo sojoni)

যৌবনে যোগিনী সাজিয়া লো সজনী
খুঁজি বন-মালীরে বনে বনে
শুনি তার বাঁশরি কুল-লাজ পাশরি
পথে পথে যাই তারি অন্বেষণে॥
হেরেছি বৈশাখে তার মোহন-চূড়া কৃষ্ণচূড়ায়
হেরিছি ঘূর্নি ঝড়ে চাঁচর তার চিকুর ওড়ায়।
হেরেছি আষাঢ়-মেঘে নব দুর্বাদলশ্যামে
শ্রাবণ বারিধারায় তারি নূপুর-ছন্দ নামে
রাখালিয়া বেণু শুনি ভাদর নদীতটে
বনশীওয়ালারে মোর পড়ে মনে॥
তাহারি শীতল পরশ হেমন্তিকার হিমেল হাওয়ায়
মায়াব গুণ্ঠন তার শীতের ধূসর কুহেলিকায়।
বসন্তে দোলে তাহার বাসন্তী রং পীত ধড়া
চোখে ধরেছি তারে বুকে তবু যায় না ধরা।
জনমে জনমে সখি সে আমার আমি তার
জবিনে মরণে বিরহে মিলনে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি ইন্দুবালার কণ্ঠে গানটি প্রথম ধারণ করেছিল। পরে রেকর্ডি প্রকাশিত হয় নি। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২১১৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩৭।
     
  • রেকর্ড: ইচএমভি [জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১)। শিল্পী: ইন্দুবালা। রেকর্ডটি প্রকাশিত হয় নি]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।