শ্মশান-কালীর নাম শুনে রে ভয় কে পায় (shoshan kalir nam shune)

            শ্মশান-কালীর নাম শুনে রে ভয় কে পায়।
           মা যে আমার শবের মাঝে শিব জাগায়॥
           আনন্দেরি নন্দিনী সে শান্তি সুধা কণ্ঠ বিষে
মায়ের   চরণ শোভে অরুণ আলোর লাল জবায়॥
           চার হাতে মা'র চার যুগেরি খঞ্জনি,
           নৃত্য-তালে নিত্য ওঠে রন্‌ঝণি'।
           মৃতের মাঝে মোর জননী, বিলায় মৃত সঞ্জীবনী
মা        পায় না ধ্যানে যোগিন্দ্র সেই যোগমায়ায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে, গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গানের মালা-৫০। বারোয়াঁ-দাদরা]
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা-৫০। বারোয়াঁ-দাদরা। । পৃষ্ঠা ২২২-২২৩]
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা [মাঘ ১৩৪১ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৫)। স্বরলিপিকার: প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়] [নমুনা]
  • রেকর্ড:
    • এইচএমভি। [আগষ্ট ১৯৩৬ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩ বঙ্গাব্দ)। এন ৯৭৫৬। শিল্পী: গোপাল সেন। সুর নজরুল]
    • এইচএমভি। [মে ১৯৪৩ খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৫০ বঙ্গাব্দ)। এন ২৭৩৭৩। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর চিত্ত রায়। মিশ্র কৌশিক কানাড়া-তেওড়া] [শ্রবন নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: ভজন
    • রাগ: মিশ্র ঝিঁঝিট
    • তাল:
      • দাদরা [প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় ও রশিদুন্‌ নবী-কৃত স্বরলিপি]
      • তেওরা [নীলিমা দাস-কৃত স্বরলিপি]
    • গ্রহস্বর:
      • সা [রশিদুন্‌ নবী-কৃত স্বরলিপি]
      • রগা [প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়]
      • র্সা [নীলিমা দাস।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।