সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে (sure o banir mala diye tumi)

সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে।
অনুরাগ-কুঙ্কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে॥
বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় 

যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়
কী যেন হারায়ে প্রাণ করে হায় হায় 

কী চেয়েছিলে  কেন কেড়ে নাহি নিলে॥
জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বল কোন্ অভিমানে,
কেন   জাগে নাকো আর সে মাধুরী রস-আনন্দ-প্রাণে।
        তোমারে বুঝি গো বুঝেছিনু আমি ভুল
        এসেছিলে তুমি ফোটাতে প্রেম-মুকুল,
কেন আঘাত করিয়া প্রিয়তম, সেই ভুল নাহি ভাঙাইলে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৯ নভেম্বর (শনিবার ১৩ অগ্রহায়ণ ১৩৪৮), কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত 'ঠুমরী জলসা' নামক সঙ্গীতানুষ্ঠানে গানটি প্রথম প্রচারিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৬ মাস।
     
  • বেতার: ঠুংরীর জলসা  (ঠুমরী গানভিত্তিক অনুষ্ঠান)।কলকাতা বেতার কেন্দ্র।  [২৯ নভেম্বর ১৯৪১ (শনিবার ১৩ অগ্রহায়ণ ১৩৪৮), সময়: সন্ধ্যা ৭.৫০-৮.২৯ মিনিট।
    • সূত্র: 
      • বেতার জগৎ। ১২শ বর্ষ ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ১৩৫৬
      • The Indian Listener Vol VI No. 22.page 87
  • রেকর্ড: কলাম্বিয়া  [মার্চ ১৯৪৪ (ফাল্গুন-চৈত্র ১৩৫০)। জিই ২৬৫৩। শিল্পী সত্যেন ঘোষাল। সুর চিত্ত রায়।] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। ২৫ সংখ্যক গান। রেকর্ডে সত্যেন ঘোষালের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।