হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায় (hera hote hele dule)

হেরা হতে হেলে দুলে
        নূরানী তনু ও কে আসে হায়,
সারা দুনিয়ার হেরেমের পর্দা
        খুলে খুলে যায় 

সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা॥

তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল
                ঝ'রে ঝ'রে যায় ॥

আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
        পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়॥
সে যে আমার কমলিওয়ালা 
 কমলিওয়ালা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৯) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এফটি ১৩৮২৪। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ। সুর: দেলওয়ার হোসেন। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] ২৫ সংখ্যক গান। আব্বাসউদ্দীন আহমদ-এর রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে। 
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি  [ইসলামী। বন্দনা। নাত]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।