ঐ তেত্রিশ কোটি দেব্তাকে তোর তেত্রিশ কোটি ভূতে (oi tettirish koti debotake)
' ভূত-ভাগানোর গান'
ঐ তেত্রিশ কোটি দেব্তাকে তোর তেত্রিশ কোটি ভূতে।
আজ নাচ্ বুঢঢি নাচায় বাবা উঠ্তে বস্তে শুতে॥
ও ভূত যেই দেখেছে মন্দিরে তোর
নাই দেবতা নাচ্ছে ইতর,
আর মন্ত্র শুধু দন্ত-বিকাশ, অমনি ভূতের পুতে-
তোর ভগবানকে ভূত বানালে ঘানি-চক্রে জু'তে॥
ও ভূত যেই জেনেছে তোদের ওঝা
আজ নকলের বইছে বোঝা,
ওরে অম্নি সোজা তোদের কাঁধে খুঁটো তাদের পুঁতে-
আজ ভূত-ভাগানোর মজা দেখায় বোম্ ভোলা বম্বুতে॥
ও ভূত সর্ষে-পড়া অনেক ধুনো
দেখে শুনে হ'ল ঝুনো,
তাই তুলো-ধুনো করছে ততই যতই মরিস্ কুঁথে-
ও ভূত নাচ্ছে রে তোর নাকের ডগায় পারিস্নে তুই ছুঁতে॥
আগে বোঝেনি ক' তোদের ওঝা
তোরা গোঁজামিলের মন্ত্র-ভজা,
(শিখ্লি শুধু চক্ষু-বোঁজা)
শিখ্লি শুধু কানার বোঝা কুঁজোর ঘাড়ে থূতে-
তাই আপ্নাকে তুই হেলা ক'রে ডাকিস্ স্বর্গ-দূতে॥
ওরে জীবন-হারা, ভূতে খাওয়া! ভূতের হাতে মুক্তি পাওয়া
সে কি সোজা? ভূত কি ভাগে ফুস-মন্তর ফুঁতে?
তোর ফাঁকির কিন্তু এড়িয়ে- প'ড়বি কূল-হারা 'কিন্তু' তে!
ওরে ভূত তো ভূত- ঐ মারের চোটে
ভূতের বাবাও উধাও ছোটে,
ভূতের বাপ ঐ ভয়টাকে মার্, ভূত যাবে তোর চুটে-
তখন ভূতে-পাওয়া এই দেশই ফের ভ'রবে দেব্তা দূতে॥
- রচনা ও প্রকাশকাল: এই গানটি রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নি। ১৯২৪ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ ১৩৩১) মাসে প্রকাশিত 'বিষের বাঁশী' কাব্যে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ২ মাস।
- গ্রন্থ: বিষের বাঁশি। প্রথম সংস্করণ [১৬ই শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ)। শিরোনাম: ভূত ভাগানোর গান।