চল্ চল্ চল্। চল্ চল্ চল্ (chol chol chol | chol chol chol)

চল্ চল্ চল্। চল্ চল্ চল্।
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল
অরুণ প্রাতের তরুণ দল
            চল্ রে চল্ রে চল্
                        চল্ চল্ চল্॥
উষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
                        বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নূতন প্রাণ
                        বাহুতে নবীন বল।
চল্ রে নও জোয়ান
শোন্ রে পাতিয়া কান
মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে
                        জীবনের আহবান।
                        ভাঙ্ রে ভাঙ্ আগল
                        চল্ রে চল্ রে চল্
                                      চল্ চল্ চল্॥

[বিশেষ দ্রষ্টব্য: পাকিস্তানি শাসনামলে ইসলামিকরণের নমে এই গানটির 'মহাশ্মশান' শব্দটিকে পরিবর্তন করে, 'গোরস্তান' করা হয়েছিল] 

  • রচনাকাল ও স্থান: ১৯২৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে (ফাল্গুন ১৩৩৪) ঢাকায় মুসলিম সাহিত্য-সমাজের দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আমন্ত্রণে নজরুল ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের তৎকালীন হাউস টিউটর অধ্যাপক সৈয়দ আবুল হোসেনের বাসায় ওঠেন। এই বাসাতে নজরুল এই গানটি রচনা করেন। সে সময় নজরুল ইসলামের বয়স ছিল ২৮ বৎসর ৯ মাস।
     
  • গ্রন্থ:
    • সন্ধ্যা
      • প্রথম সংস্করণ। আগষ্ট ১৯২৯ (ভাদ্র ১৩৩৬)। শিরোনাম: চল্ চল্ চল্
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা মে ২০১১। চল্ চল্ চল্।। পৃষ্ঠা: ৬৬]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। জাতীয় সঙ্গীত ৫। মার্চের সুর। পৃষ্ঠা: ২৪-২৫ ]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। জাতীয় সংগীত। ২১। মার্চের সুর।  পৃষ্ঠা: ১৮৪-১৮৫]
    • স্বর্ণকীট। নাটক। দ্বিজেন্দ্রলাল জন্মশতবার্ষিকী (২৬ জানুয়ারি, ১৯৬৩) উপলক্ষে রচিত নাটক। নাট্যকার মন্মথরায়। গ্রন্থসূচনায় গানটির স্থায়ী অংশ ব্যবহার করা হয়েছে। প্রথম অভিনয়। স্টার থিয়েটার। কলিকাতা। ১৩ ডিসেম্বর ১৯৬২।
  • বেতার: বেতার: জাগো সুন্দর চির কিশোর । নাটিকা। কলিকাতা বেতার কেন্দ্র। ২৪ মে ১৯৪০ (শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৩৪৭)।সান্ধ্য অধিবেশন। সময়:  ৫.০০-৫.৪৪ মিনিট।  কঙ্কণের গান
            [সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ ১০ম সংখ্যা [পৃষ্ঠা ৫০৯, ৫৪২]

     
  • পত্রিকা: 
    • শিখা। [দ্বিতীয় বর্ষ। বৈশাখ ১৩৩৫ (এপ্রিল-মে ১৯২৮)]। শিরোনাম: নতুনের গান।
    • মোয়াজ্জিন। [১ম বর্ষ, ১ম সংখ্যা, বৈশাখ ১৩৩৫ (এপ্রিল-মে ১৯২৮)]। শিরোনাম: ঊর্ধ্ব গগনে বাজে মাদল।
  • চলচ্চিত্র: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ১৯৪৯ খ্রিষ্টাব্দের ২৭ নভেম্বর  (রবিবার ১১ অগ্রহায়ণ ১৩৫৬)। [প্রচার পুস্তিকা]
  • রেকর্ড:
    • এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৩ (১৫ ভাদ্র-১৪ আশ্বিন ১৩৪০)এন ৭১৫৫। শিল্পী: ধীরেন দাস
    • মেগাফোন [অক্টোবর ১৯৩৩ (আশ্বিন-কার্তিক ১৩৪০)]। জেএনজি ৭৮।মেগাফোন কোরাস পার্টি (জ্ঞান দত্ত ও অন্যান্য)
    • এইচএমভি [জানুয়ারি ১৯৫০ (পৌষ-মাঘ ১৩৫৬)] এন. ৩১১৫২।  শিল্পী গিরীন চক্রবর্তী। [শ্রবন নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ‌: উদ্দীপনামূলক, স্বদেশ
    • সুরাঙ্গ: মার্চ-সঙ্গীতের সুর
      • রাগ: মিশ্র
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: প্

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।