কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড় (ke shib shundor shorot-chand chur)

কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড়
        দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে।
পীড়িত নরনারী আসিল গেহ ছাড়ি'
        ভরিল নভতল-ক্রন্দনে॥
বেদনা-মন্দিরে আরতি বাজে তব,
কে তুমি সুন্দর শ্মশানচারী নব,
দিগদিগন্তরে জীবন-উৎসব-
         শঙ্খ শুনি তব আগমনে॥ 
মৃত্যু-জয়ী তুমি হওনি সুধা পিয়ে,
দুখেরে দহিয়াছ বিষের দাহ দিয়ে।
ভূষণ করি ফণী আদরে দিয়ে দোলা
কি মণি পেলে বলো ওগো ও চির-ভোলা!
কভু সে ডম্বরু বাজাও অম্বরে,
প্রলয়-নর্তন জাগে চরাচরে,
            ললাট-জ্বালা-পাশে
            চন্দ্রলেখা হাসে
                নবীন সৃষ্টির হরষনে॥ 
পতিতা গঙ্গারে ধরিলে নিজ শিরে,
কন্যারূপে তাই পেলে কি ভারতীরে,
            স্বরগ এল নেমে
            মরতে তব প্রেমে,
            নমামি দেব-দেব ও-চরণে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৫ বঙ্গাব্দের কার্তিক (নভেম্বর ১৯২৮) মাসে প্রকাশিত 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:
    • বুলবুল
      • প্রথম সংস্করণ।নভেম্বর ১৯২৮। কার্তিক ১৩৩৫। গান ৪২। দেশ-গীতাঙ্গী।
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৪২। দেশ-গীতাঙ্গী। পৃষ্ঠা: ১৮১-১৮২]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। দেশ-গীতাঙ্গী। পৃষ্ঠা ১১৪-১১৫]
      • ননজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।]  নজরুল গীতিকা।  ৯২।  ধ্রুপদ। দেশ-গীতাঙ্গী। পৃষ্ঠা: ২৩৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।