তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি (tumi amay valobasho tai to ami kobi)

তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি
আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি॥
        আপন জেনে হাত বাড়ালো
        আকাশ বাতাস প্রভাত-আলো,
বিদায়-বেলার সন্ধ্যা-তারা পুবের অরুণ রবি,-
তুমি ভালোবাস ব'লে ভালোবাসে সবি॥
আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,
আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আসায়
        তুমিই আমার মাঝে আসি'
        অসিতে মোর বাজাও বাঁশি,
আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি।
আমার বাণী জয়মাল্য, রাণি! তোমার সবি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর ১৯২৩) মাসে 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটির শিরোনাম ছিল 'আশা'। এই  সময় নজরুলের বয়স ছিল ২৪ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • দোলন চাঁপা
      • প্রথম সংস্করণ। [আশ্বিন ১৩৩০ বঙ্গাব্দে (অক্টোবর ১৯২৩)] শিরোনাম: কবি-রানি
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, প্রথম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। দোলন চাঁপা। শিরোনাম: কবি-রানি। পৃষ্ঠা: ৯৩-৯৪
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ। ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী। ৬। সাহানা-আদ্ধা কাওয়ালী। পৃষ্ঠা: ৪৮।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ৩৬। ঠুংরী। সাহানা-আদ্ধা কাওয়ালী পৃষ্ঠা: ১৯৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।