নাম-হারা ঐ গাঙের পারে বনের-কিনারে (nam hara oi ganger pare)

নাম-হারা ঐ গাঙের পারে বনের-কিনারে
বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে॥
            লতায় লতায় সুনীল রাগে
            সে-সুর সোহাগ-পুলক লাগে,
সে সুর ঘুমায় দিগঙ্গনার শয়ন-লীলা রে।
আমি কাঁদি, এ সুর আমার চির-চেনা রে॥
ফাগুন মাঠে শিস দিয়ে যায় উদাসী তার সুর,
শিউরে ওঠে আমের মুকুল ব্যথায় ভারাতুর।
            সে সুর কাঁপে উতল হাওয়ায়,
            কিশলয়ের কচি চাওয়া,
সে চায় ইশারায় অস্তাচলের প্রাসাদ-মিনারে।
            আমি কাঁদি, এই ত আমার চির-চেনা রে॥

  • রচনাকাল ও স্থান: ১৩৩২ বঙ্গাব্দে প্রকাশিত 'ছায়ানট' কাব্যে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। গানটির নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে-' কুমিল্লা/জ্যৈষ্ঠ ১৩২৯'। এই সময় নজরুলের বয়স ছিল ২৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • ছায়ানট
      • প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস, ২২ সেপ্টেম্বর ১৯২৫ আশ্বিন ১৩৩২। শিরোনাম ' চির-চেনা '। পৃষ্ঠা ৮৩
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। ছায়ানট। শিরোনাম:  চির-চেনা'। পৃষ্ঠা ৫০ ]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী । সিন্ধু কাফি-কাওয়ালী। পৃষ্ঠা ৪৭]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা।  গান ৩৫।  ঠুংরী । সিন্ধু কাফি-কাওয়ালী। পৃষ্ঠা: ১৯৬-১৯৭]
  • পত্রিকা: বঙ্গবাণী [শ্রাবণ ১৩২৯ (জুলাই-আগষ্ট ১৯২২)। শিরোনাম: চির-চেনা (গান)। পৃষ্ঠা: ৫৭৮] [ নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।