হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে। (hridoy joto nishedh hane)
হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে।
দূরে যত পালাতে চাই নিকট ততই বাঁধে॥
স্বপন -শেষে বিদায় -বেলায়
অলক কাহার জড়ায় গো পায়,
বিধুর কপোল স্মরণ আনায় ভোরের করুন চাঁদে॥
বাহির আমার পিছল হ'ল কাহার চোখের জলে,
স্মরণ ততই বারণ জানায় চরণ যত চলে।
পার হতে চাই মরণ -নদী
দাঁড়ায় কে গো দুয়ার রোধি'
আমায় অগো বে-দরদি, ফেলিলে কোন ফাঁদে॥
- রচনাকাল ও স্থান: গানটি রচনার কোনো সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। নওরোজ পত্রিকার 'আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যা'য় প্রকাশিত হয়েছিল 'ঝিলিমিল' নামক একটি একাঙ্কিকা প্রকাশিত হয়েছিল। একাঙ্কিকাটির রচনাকাল ও স্থানের উল্লেখ করা হয়েছিল- কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪। এই একাঙ্কিকাটির অংশ হিসেবে এই গানটি প্রকাশিত হয়েছিল। এই সূত্রে ধারণা করা যায়, গানটি রচনার সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ১ মাস।
- পত্রিকা: নওরোজ। আষাঢ় ১৩৩৪ (জুন-জুলাই ১৯২৭)। ঝিলিমিলি। প্রথম দৃশ্য। বাইরে থেকে কোনো তরুণের গান (হাবিব)
- গ্রন্থ:
- ঝিলিমিলি।
- প্রথম সংস্করণ । (নভেম্বর ১৯৩০। অগ্রহায়ণ ১৩৩৭)।
- নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। প্রথম দৃশ্য। বাইরে থেকে কোনো তরুণের গান (হাবিব)। পৃষ্ঠা: ৩৫৮-৫৯।
- বুলবুল।
- প্রথম সংস্করণ।নভেম্বর ১৯২৮। কার্তিক ১৩৩৫। গান-৩৩। জয়জয়ন্তী-একতাল।
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৩৩। জয়জয়ন্তী-একতাল। পৃষ্ঠা: ১৭৬-১৭৭]
- ঝিলিমিলি।