যজ্ঞের ঘোড়া (উতোর সং)

ভুবন বাগদীর রচিত 'যজ্ঞের ঘোড়া' নামক চাপান সং-এর গানের উতোর সং। মুহম্মদ আয়ুব হোসেন-সংকলিত 'দুখুমিয়ার লেটো গান' গ্রন্থে এ প্রসঙ্গে বলা হয়েছে-

'বর্ধমান জেলার,গলসী থানার মল্লসারুল গ্রামের গ্রাম্য মেলায় বসেছে লেটো গানের আসর। পাল্লাপাল্লি লেটো গান। একদিকে কোবাদ আলী, অন্য দিকে ভুবন বাগ্‌দীর লেটো দল। কোবাদ আলীর দলে আছে লেটো ওস্তাদ দুখুমিয়া। প্রথম আসর ভুবন বাগ্‌দীর। তাঁর দলের গান ভালই হয়েছে। সে 'যজ্ঞের ঘোড়া' নামে চাপানমূলক একটি 'সং' রাতে অভিনয় করে প্রশ্ন রেখে গিয়েছে। আজ রাতে উতোর গাইবে কোবিদ আলির দল। দিনে সং-এর উতোর পালা রচনা করে, তার অনুশীলন করে রেখেছেন লেটো ওস্তাদ দুখুমিয়া। আসর শুরু হলো। চল্‌লো নাচ গান ইত্যাদি। সবশেষে দুখুমিয়া উঠল সং এর উতোর গাইতে'।

ভুবন বাগদীর এই চাপান সং-এর ভুবন বাগ্‌দীর প্রশ্নটি উপস্থাপন করেছিলেন আসরের 'যুবতী'। গানটি হলো-

ও হে ওস্তাদ দুখুমিয়া জিজ্ঞাসি তোমারে।
সগর রাজার ছেলেদের পানে, কে তাকাল রাগ ভরে।
ছেলেদের দশা কি হইল,
কেমনে তারা মুক্তি পাইল,
কার দ্বারা তা সম্ভব হইল, বলে যাবে এ আসরে॥
মুক্তির জন্যে কেবা আসিল,
তার কেমন করে আসা হলো,
সকলি বলিবে ভাল, প্রশ্ন করি তোমারে॥
শ্রীভুবন বাগ্‌দী বলে, লেটো গানের আসর তলে,
সকল কথা যাবে হে বলে, উপযুক্ত উত্তরে॥

নজরুলের রচিত এই উতোর অংশের ৬টি গান হলো- 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।