আমার এ না' যাত্রী না লয় (ও ভাই আমার এ নাও) (amar e na jatri na loy [o bhai amar e nao])
ও ভাই আমার এ না' যাত্রী না লয় ভাঙা আমার তরী।
আমি আপনারে ল'য়ে রে ভাই এপার ওপার করি॥
আমি এই জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে প'ড়ে রে ভাই আয়নার মানুষ নাই।
তাই চোখের জলে নদীর জলে রে আমি তারেই খুঁজে মরি॥
আমি তারি আশে তরী নিয়ে ঘাটে ব'সে থাকি
আমার তারির নাম ভাই জপমালা, তরেই কেঁদে ডাকি।
আমার নয়ন-তারা লইয়া গেছে রে নয়ন নদীর জলে ভরি'॥
ঐ নদীর জলও শুকায় রে ভাই, সে জল আসে ফিরে
আর মানুষ গেলে ফিরে নাকি দিলে মাথার কিরে।
আমি ভালোবেসে গেলাম ভেসে গো আমি হলাম দেশান্তরী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
- মঞ্চ: মহুয়া। নাট্যকার: মন্মথ রায়। তৃতীয় অঙ্ক। বেদেনীদের গান। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর তারিখে কলকাতার মনোমোহন থিয়েটারে' মহুয়া' নাটকটি মঞ্চস্থ হয়েছিল।
- বেতার: 'মহুয়া'। মন্মথ রায় রচিত সঙ্গীতবহুল নাটক।
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ১৬ ডিসেম্বর ১৯৩২ খ্রিষ্টাব্দে (শুক্রবার ১ পৌষ ১৩৩৯), সান্ধ্য অনুষ্ঠান। ৭টা থেকে ১০টা।
- সূত্র: বেতারজগৎ। ৪র্থ বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা। ১৯৩২। পৃষ্ঠা: ২২৮]
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ১৯৪০। ২৬ মাঘ ১৩৪৬। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৮.৩৯ মিনিট।
- সূত্র: বেতার জগৎ-এর [১১শ বর্ষ, ৩য় সংখ্যা। পৃষ্ঠা: ১৫০]
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ১৬ ডিসেম্বর ১৯৩২ খ্রিষ্টাব্দে (শুক্রবার ১ পৌষ ১৩৩৯), সান্ধ্য অনুষ্ঠান। ৭টা থেকে ১০টা।
- গ্রন্থ
- চোখের চাতক।
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ১৮। ভাটিয়ালি-কার্ফা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ১৮। ভাটিয়ালি- কার্ফা। পৃষ্ঠা: ২০৫-২০৬]
- নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০।ভাটিয়ালি-কার্ফাা। পৃষ্ঠা ১০৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। বাউল-ভাটিয়ালী। ৮৪। ভাটিয়ালি-কার্ফা। পৃষ্ঠা: ২৩১]
- মহুয়া [মন্মথ রায়ের রচিত 'মহুয়া' নাটক। চতুর্থ অঙ্ক। রাধু পাগলের গান। উল্লেখ্য, ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর (১৬ই পৌষ ১৩৩৬) কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল]
- চোখের চাতক।
- পত্রিকা: বুলবুল। ফাল্গুন ১৩৪৩ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৭)। শিরোনাম চট্টলাগীতি
- রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩২ (১৭ ফাল্গুন- ১৮ চৈত্র ১৩৩৮)। এন ৩৮৪৪। শিল্পী: বিমল গুপ্ত [শ্রবণ নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- নলিনীকান্ত সরকার। [ সুর-মুকুর, (ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬। মে ১৯৯৯) ২৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮০-৮৩] [নমুনা]
- আহসান মুর্শেদ[নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ১০ম গান। রেকর্ডে বিমল গুপ্ত -এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৩৩-৩৮।] [নমুনা]
- পর্যায়: