এসো কল্যাণী চির-আয়ুষ্মতী (esho kallani chiro-ayushmoti)
এসো কল্যাণী চির-আয়ুষ্মতী।
তব নির্মল করে ভবন-প্রদীপ জ্বালো জ্বালো জ্বালো সতী॥
মঙ্গল-শঙ্খ বাজাও বাজাও সুমঙ্গলা
সকল অকল্যাণ সকল অমঙ্গল কর দূর (শুভ) সমুজ্জ্বলা!
এ মাটির কুটিরে দূর আকাশের অরুন্ধতী॥
এসো লক্ষ্মী গৃহের আঁকো অঙ্গনে মঙ্গল আল্পনা
তব পুণ্য-পরশ দিয়ে ধূলি-মুঠিরে কর গো সোনা,
তুমি দেবতার শুভ বর মূর্তিমতী॥
স্নান-শুদ্ধা তুমি পূজা-দেউলে যবে কর আরতি,
আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি।
তব কুণ্ঠিত গুণ্ঠন-তলে
চির শান্তির ধ্রুবতারা জ্বলে,
সংসার অরণ্যে ধ্যান-মগ্না তুমি তপতী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে, গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- গানের মালা প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৭৯। ভজন।
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৭৯। ভজন। পৃষ্ঠা ২৪০]
- পটদ্বীপ। স্বরলিপি: নিতাই ঘটক। হরফ প্রকাশনী, এ-১২৬ কলেজ স্ট্রিট, কলকাতা-১২। ১১ জ্যৈষ্ঠ, ১৩৭৭। গান সংখ্যা ১। পটদ্বীপ-ত্রিতাল। পৃষ্ঠা: ১-৩
- স্বরলিপি ও স্বরলিপিকার: নিতাই ঘটক। পটদ্বীপ। হরফ প্রকাশনী, এ-১২৬ কলেজ স্ট্রিট, কলকাতা-১২। ১১ জ্যৈষ্ঠ, ১৩৭৭। গান সংখ্যা ১। পটদ্বীপ-ত্রিতাল। পৃষ্ঠা: ১-৩। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [বশিষ্ঠ মুনির স্ত্রী, সর্বশ্রেষ্ঠা সতী অরুন্ধতী র প্রতি ভক্তি। উল্লেখ্য, সনাতন ধর্মে অরুন্ধতী পূজনীয়া। তিনি নক্ষত্ররূপে সপ্তর্ষিমণ্ডল (Ursa Major) নামক নক্ষত্রমণ্ডলে বিরাজ করেন]
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
- ড. পরিতোষ মণ্ডল [শ্রবণ নমুনা]
-
ঈষিতা বড়ুয়া [শ্রবণ নমুনা]