এসো চির-জনমের সাথি (esho chiro jonomer sathi)

এসো চির-জনমের সাথি।
তোমারে খুঁজেছি দূর আকাশে জ্বালায়ে চাঁদের বাতি॥
        খুঁজেছি প্রভাতে গোধূলি-লগনে
        মেঘ হয়ে আমিও খুঁজেছি গগনে,
ঢেকেছে ধরণী আমার কাঁদনে অসীম তিমির রাতি॥
ফুল হয়ে আছে লতায় জড়ায়ে মোর অশ্রুর স্মৃতি ,
বেণু বনে বাজে বাদল-নিশীথে আমারি করুণ-গীতি।
        শত জনমের মুকুল ঝরায়ে
        ধরা দিতে এলে আজি মধু-বায়ে,
ব'সে আছি আশা-বকুলের ছায়ে বরণের মালা গাঁথি'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেক্র্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫-৬ মাস।
     
  • পত্রিকা:
    • বেতার জগৎ ১১শ বর্ষ ৪র্থ সংখ্যা। [১৬ ফেব্রুয়ারি ১৯৪০ (শুক্রবার, ৩ ফাল্গুন ১৩৪৬)। 'কাবেরী তীরে। গীতিনাট্য। শুদ্ধ সামন্ত-তেতালা। পৃষ্ঠা: ৩।
    • ভারতবর্ষ [শ্রাবণ ১৩৪৪ (জুলাই-আগষ্ট ১৯৩৭)। নাগসরাবলী-ত্রিতালী। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: জগৎঘটকৃত। [পৃষ্ঠা: ২২৭-২২৮] [নমুনা]
       
  • বেতার: কাবেরী তীরে (গীতি-নাট্য)।
    • প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। [শনিবার ৩ ফেব্রুয়ারি ১৯৪০ (২০ মাঘ ১৩৪৬)। চরিত্র- বণিক কুমার। শিল্পী- বিমল মুখোপাধ্যায় (বিমল ভূষণ)। রাগ- শুদ্ধ সামন্ত।
         [সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ ৩য় সংখ্যা।  বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ১৯৪০, ১৮ মাঘ ১৩৪৬
    • দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ৮ নভেম্বর ১৯৪১ খ্রিষ্টাব্দ (শনিবার ২২ কার্তিক ১৩৪৮)।
       
  • রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। নম্বর এন ৯৮২১। শিল্পী: গিরীন চক্রবর্তী]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।