আমার কোন্ কূলে আজ ভিড়লো তরী (amar kon kule aj bhirlo tori)

আমার   কোন্ কূলে আজ ভিড়লো তরী
                     এ কোন সোনার গাঁয়
আমার   ভাটির তরী আবার কেন
                     উজান যেতে চায়
                 তরী উজান যেতে চায়
            কোন কূলে মোর ভিড়লো তরী
            এ কোন্ সোনার গাঁয়॥
আমার   দুঃখের কাণ্ডারি করি'
আমি     ভাসিয়েছিলাম ভাঙা তরী
তুমি      ডাক দিলে কে স্বপন-পরী
            নয়ন ইশারায়॥
            নিভিয়ে দিয়ে ঘরের বাতি
            ডেকেছিল ঝড়ের রাতি
তুমি      কে এলে মোর সুরের সাথী গানের কিনারায়।
            তুমি কে এলে ? ওগো কে এলে মোর সুরের সাথি
                                                  গানের কিনারায়?
            সোনার দেশের সোনার মেয়ে,
ওগো তুমি   হবে কি মোর তরীর নেয়ে,
             ভাঙা তরী চলো বেয়ে রাঙা অলকায়॥

  • রচনাকাল ও স্থান:   রচনার স্থান ও তারিখ। ঢাকা আষাঢ় ১৩৩৫ (জুন ১৯২৮)। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ১ মাস।

    প্রতিভা বসু তাঁর 'জীবনের জলছবি‌' গ্রন্থের বর্ণনানুসারে জানা যায়, নজরুল ঢাকাতে এই গানটি রচনা করেছিলেন কোনো এক রাতে। তার পরের দিন এই গানটি প্রতিভা বসুকে শিখেয়েছিলেন, তাঁদের বনগ্রামের বাড়িতে। এ বিষয়ে তিনি তাঁর 'জীবনের জলছবি‌' গ্রন্থের '‌৮' অধ্যায়ে লিখেছেন-

'...রাত জেগে নতুন গান লিখেছেন তিনি, না শিখিয়ে থাকতে পারছেন না। ‌'এসো এসো শিগ্গির এসো, হারমোনিয়াম নিয়ে বসো।' আমরা সবে চা খাচ্ছি, আমার চেহারায় তখনো ঘুম ঘুম ভাব। বসে গেলেন সঙ্গে। ...রাত্তিরে একটা গান লিখেছি সুরটা তুলে নাও তাড়াতাড়ি, আবার ভুল হয়ে যাবে।‌'
    সকালটা ঝক্ ঝক্ করতে লাগলো। আবার হারমোনিয়াম আবার পানের বাটা আবার ঘনঘন চা। গানটা হলো 'আমার কোনকূলে আজ ভিড়লো তরী, এ কোন সোনার গাঁয়/ভাঁটির টানে আবার কেন উজান যেতে চায়।' দেখা গেল তখনো তার বয়ান সঠিক নয়, সুরেরও হেরফের হচ্ছে। ঠিক করছেন গাইতে গাইতে, শেখাতে শেখাতে।‌'

  • পত্রিকা: সওগাত। 'আশ্বিন ১৩৩৬‌' (সেপ্টেম্বর-অক্টোবর ১৯২৯) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
  • গ্রন্থ:
    • চোখের চাতক।
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ]। গান ১। খাম্বাজ-পিলু-দাদরা।
      • নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। দ্বিতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চোখের চাতক। গান ১। খাম্বাজ-পিলু-দাদরা। পৃষ্ঠা: ১৬৩।
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী। ১১। খাম্বাজ-পিলু-দাদরা। পৃষ্ঠা ৫৩]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। নজরুল গীতিকা। ৪১। ঠুংরী। খাম্বাজ-পিলু-দাদরা। পৃষ্ঠা: ২০০-২০১]
  • রেকর্ড:
    • ভিয়েলোফোন। টি ৬০২৪। এপ্রিল ১৯৩১ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৩৮)। শিল্পী: উমাপদ ভট্টাচার্য
    • এইচএমভি। এপ্রিল ১৯৩২ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৩৯)।  এন ৪১৮৭।  শিল্পী: ধীরেন্দ্রনাথ দাস।
    • [শ্রবন নমুনা] 
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] পঞ্চম গান। [নমুনা]
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: প্রেম
      • সুরাঙ্গ: স্বকীয়
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: গা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।