এসো প্রিয়তম এসো প্রাণে (esho priyotomo esho prane)

এসো প্রিয়তম এসো প্রাণে।
এসো সুদূর মোর অভিমানে॥
এসো কম্পিত হৃদয়ের ছন্দে
এসো বিরহের বিধুর আনন্দে,
এসো বেদনার চন্দন-গন্ধে 

            মম পূজার বন্দনা-গানে॥
সুখ-স্বপন হয়ে এসো ঘুমে
এসো হৃদয়েশ, মালার কুসুমে,
এসো তপনের রূপে আঁখি চু'মে 

            ঘুম ভাঙায়ো নিশি-অবসানে॥
এসো মাধবী-কাঁকন হয়ে হাতে
এসো কাজল হয়ে আঁখি পাতে,
এসো পূর্ণিমা চাঁদ হয়ে রাতে 

            এসো ফুল-চোর মালতী-বিতানে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল (মঙ্গলবার, ৭ বৈশাখ ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল হয়ে যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১১৯৩ সংখ্যক গান।
  • রেকর্ড:
    •  এইচএমভি। রেকর্ডের দিন (২০ এপ্রিল ১৯৩৭ (মঙ্গলবার, ৭ বৈশাখ ১৩৪৪)। শিল্পী: মিস মানদা। রেকর্ডটি পরে বাতিল করা হয়েছিল।
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি তালিকাভুক্ত করা হয়েছিল।
  • মঞ্চ: অর্জুন-বিজয় (নাটক)। নাট্যকার দেবেন্দ্র রাহা। পরিচালনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম মঞ্চস্থ- মিনার্ভা থিয়েটার [৭ ডিসেম্বর ১৯৪০ (শনিবার, ২১ অগ্রহায়ণ ১৩৪৭)]। শিল্পী: হরিমতী। চরিত্র: সুচিত্রা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।