এসো ফিরে' প্রিয়তম, এসো ফিরে' (esho fire priyotomo, esho fire)
এসো ফিরে' প্রিয়তম, এসো ফিরে'।
আঁখির আলোক হায় জীবনের সন্ধ্যায়
ডুবে যায় নিরাশা-তিমিরে ॥
আসে যে-পথে প্রভাতী আলোর ধারা
যে-পথে আসে চাঁদ, রাতের তারা,
নিতি সেই পথে চাই
যদি তব দেখা পাই ─
শুধাই তোমার কথা দক্ষিণ সমীরে ॥
খুঁজে' ফিরি ঝরা ফুলে নদীর স্রোতে
ঘর-ছাড়া পথিক ধায় যে-পথে,
তব পথ, হে সুদূর
কত দূর, কত দূর ─
কোথা পাব তব দেখা (কোন্) কালের তীরে ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১১৯৪ সংখ্যক গান।