এসো যুগ-সারথি নিঃশঙ্ক নির্ভয় (esho jug-sarothi)

এসো যুগ-সারথি নিঃশঙ্ক নির্ভয়
এসো চির-সুন্দর অভেদ অসংশয়।
                    জয় জয়! জয় জয়!
এসো বীর অনাগত, বজ্র সমুদ্যত।
এসো অপরাজেয় উদ্ধত নির্দ্দয়।
                    জয় জয়! জয় জয়॥
হে মহামৌনী জন-গণ, বেদনা-বিমোচন
যুগ-সেনানায়ক! জাগো জ্যোতির্ময়।
                    জয় জয়! জয় জয়।
ওঠে ক্রন্দন ওই, এসো বন্ধন-জয়ী।
জাগে শিশু, মাগে আলো, এসো অরুণদয়
                    জয় জয়! জয় জয়॥ 

  • রচনাকাল ও স্থান: এই গানটির রচনাকাল সম্পর্কের সুনির্দিষ্টভাবে জানা যায় না। বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে সর্বহারা নামক কবিতা ও গানের সংকলন প্রকাশিত হয়েছিল ১৯২৬ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর মাসে (কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ)। এই গ্রন্থে গানটি স্থান পেয়েছিল 'প্রার্থনা' শিরোনামে। এই সময় নজরুলের বয়স ছিল ২৭ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:
    • সর্বহারা প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৩। শিরোনাম 'প্রার্থনা [গান']
    • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭)]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২৩০০ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।