ঐ কাজল-কালো চোখ (oi kajol-kalo chokh)


                 ঐ কাজল-কালো চোখ।
আদি কবির আদি রসের যেন দু'টি শ্লোক॥
          দু'টি কুসুম আছে ফু'টে
          পুষ্প-লতার পত্র-পুটে,
সেই আলোকে১ রেঙে উঠে ─ বনের গহন লোক॥
রূপের সাগর সাঁত্‌রে বেড়ায় পান কৌড়ি পাখি
                  ঐ কাজল-কালো আঁখি,
মদির আঁখির নীল পেয়ালায় শরাব বিলাও নাকি,
                  ওগো কাগল-কালো আঁখি।
          তোমার দু'টি আঁখি-তারা
          তারার মত তন্দ্রাহারা,
আমার মুখে চেয়ে চেয়ে অশ্রু-সজল হোক॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার বৈশাখ-আষাঢ় ১৩৪১ (এপ্রিল-জুলাই ১৯৩৪ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৭১। বেহাগ-খাম্বাজ-দাদরা]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ৭১। বেহাগ-খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা ২৩৫]
  • পত্রিকা: বুলবুল [বৈশাখ-আষাঢ় ১৩৪১ (এপ্রিল-জুলাই ১৯৩৪)]
  • রেকর্ড: এইচএমভি [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার ১ আশ্বিন ১৩৪২)। এইচএমভি'র সাথে চুক্তিপত্রে গানটির উল্লেখ ছিল।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।