চলে ঐ আনন্দে ঝর্না রানী (chole oi anonde jhorna rani)

চলে ঐ আনন্দে ঝর্না রানী।
নৃত্যভঙ্গে দোলে অঙ্গখানি॥
সে-নাচ ছন্দে ঝরে স্বর্ণরেণু
বন-রাখাল বাজায় মোহন বেণু,
আবেশে অবশ আজি শ্যাম বনানী॥
হেরে সে-নৃত্য ঐ শত তারকা
গগনে খুলিয়া আজি মেঘ ঝরোকা।
বিহগ-বিহগী নাচে, শিখরে শিখী,
তরুলতা সাথে নাচে কাননে মৃগী,
করে – চাঁদিমায় রজনীতে কানাকানি॥

  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু যায় নি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের  ২৭ ফেব্রুয়ারি (বৃ্হস্পতিবার ১৪ ফাল্গুন ১৩৪২), জগৎঘটকের রচিত জীবনস্রোত গীতি-আলেখ্য, কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। এই নাটকে এ গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
     
  • বেতার: জীবনস্রোত [গীতি-আলেখ্য।  রচনা জগৎঘটক। কলকাতা বেতার কেন্দ্র। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ১৯৩৬। ১৪ ফাল্গুন ১৩৪২। সান্ধ্য অনুষ্ঠান: ৮.৩০-৯.১৪ মিনিট
      [সূত্র:
    • বেতার জগৎ। সপ্তম বর্ষ, ৪র্থ সংখ্যা। ১৬ ফেব্রুয়ারি. ১৯৩৬ [পৃষ্ঠা ১৭২]
    • The Inidian Listener পত্রিকার ৭ ফেব্রুয়ারি ১৯৩৬ সংখ্যা। পৃষ্ঠা ২৩২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।