ঐ ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে (oi ghaser fule motor-shutir khete)

ঐ       ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে
          আমার এ-মনে-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে॥
এই     রোদ-সোহাগী পউষ-প্রাতে
          অথির প্রজাপতির সাথে
          বেড়াই কুঁড়ির পাতে পাতে পুষ্পল-মৌ খেতে।
আমি    আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে॥
আজ    কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে,
ও তার  হল্‌দে আঁচল চলতে জড়ায় অড়হরের ফুলে!
ঐ        বাবলা-ফুলে নাকছাবি তার,
          গায় শাড়ি নীল অপ্‌রাজিতার,
          চলেছি সেই অজানিতার উদসে পরশ পেতে।
আমায় ডেকেছে সে চোখ-ইশারায় পথে যেতে যেতে॥

  • রচনাকাল ও স্থান:  ১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন মাসে 'ছায়ানট' কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে এই গানটি যখন অন্তর্ভুক্ত হয়। এর শিরোনাম হয় 'অ-কেজোর গান'। এই গ্রন্থে রচনাটির নিচে 'দেওঘর/ পৌষ ১৩২৭' লেখা আছে। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:
    • 'ছায়ানট'
      • প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস,২২ সেপ্টেম্বর ১৯২৫, ৬ আশ্বিন ১৩৩২] শিরোনাম: অ-কেজোর গান
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। ছায়ানট। শিরোনাম: অ-কেজোর গান। পৃষ্ঠা ৪৭-৪৮ ]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। বাউল-ভাটিয়ালী। বাউল-খেমটা। ২। পৃষ্ঠা ১০১]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৮১। বাউল-খেমটা। পৃষ্ঠা: ২২৮-২২৯]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: লোকসঙ্গীত (বাউল)
    • তাল: খেমটা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।