ঐ চলে তরুণী গোরী গরবী (oi chole toruni gori gorobi)

ঐ চলে তরুণী গোরী গরবী।
ডাকে দূর পারাবার ডাকে তারে বন পার ─
লালসে ঝরে তার পায় রাঙা করবী॥
        চলে বালা দুলে দুলে
        এলো খোঁপা পড়ে খুলে,
চাহি ভ্রমর কুসুম ভুলে ─ তনুর তার সুরভি॥
        নাচের ছন্দে দোলে
        টলে তার চরণ চটুল,
        হরিণী চায় পথ বেভুল ─
মায়া লোক বিহারিণী রচি' চলে ছায়াছবি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১২০৯ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।