ঐ নন্দন নন্দিনী দয়িতা, চির-আনন্দিতা (oi nondon nondita doyita, chiro-anondita)

ঐ নন্দন নন্দিনী দয়িতা, চির-আনন্দিতা।
যেন প্রথম কবির প্রথম লেখা কবিতা॥
        তব চরণের নূপুরধ্বনি
        মধুকর গুঞ্জর তোলে যে রণি,
মন মোর ভোলে হেরি তোমারে যে গো ঐ যে যৌবন-গবির্তা॥
        দোলায় দোদুল দুল তব নৃত্য
        আবেশে আকুল হয় মোর চিত্ত,
        নৃত্যশেষে তব পায়ের নূপুর
        গ্রহ তারকায় রয় আকাশের সুদূর,
সুরলোক উবর্শী তুমি যে আমার রও চির-অনিন্দিতা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১২১০ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।