আমার গানের বুলবুলিরা (amar ganer bulbulira)
আমার গানের বুলবুলিরা,
আমার বনের কুহু-কেকা!
পাঠাই সবুজ পাতায় ভরে
মোর কাননের কুসুম-লেখা।
তোমাদেরই সুর-সোহাগে
তোমাদেরই অনুরাগে
আমার কাঁটা-কুঞ্জে আজও
সন্ধ্যামণি গোলাব জাগে।
তোমাদেরে নজরানা দিই
সেই কুসুমের গন্ধ-গীতি,
শিশির সম জড়িয়ে থাকুক
আমার গানে সবার স্মৃতি।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত 'নজরুল গীতিকা' গ্রন্থে গানটি গ্রন্থের উৎসর্গ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এই গানটির সাথে গানটি রচনার স্থান ও তারিখ উল্লেখ ছিল 'কলিকাতা। ভাদ্র ১৩৩৭। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৩ মাস।
- গ্রন্থ
- নজরুল-গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। উৎসর্গ
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। উৎসর্গ।
- নজরুল-গীতিকা