ঐ পথ চেয়ে থাকি আর কত বনমালী (oi poth cheye thaki ar koto bonomali)

 রাগ: খাম্বাজ-পিলু, তাল: কাহারবা

ঐ পথ চেয়ে থাকি আর কত বনমালী।
করে কানাকানি লোক, দেয় ঘরে পরে গালি॥
        মোর কুলের বাঁধন খুলে
        হায় ভাসালে অকুলে,
শেষে লুকালে গোকুলে 
 এ কি রীতি চতুরালি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর  (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত 'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ। সেপ্টেম্বর ১৯৩১(আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। সিন্ধু-কাফি, ঠুংরী।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ২১। খাম্বাজ-পিলু-কার্ফা। পৃষ্ঠা: ১৭৪]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।