ঐ হের রসুলে-খোদা এলো ঐ॥ (oi hero rasule-khoda elo oi)
তাল : কাহারবা
ঐ হের রসুলে-খোদা এলো ঐ॥
গেলেন মদিনা যবে হিজরতে হজরত
মদিনা হলো যেন খুশিতে জিন্নত,
ছুটিয়া আসিল পথে মর্দ ও আওরত
লুটায়ে পায়ে নবীর, গাহে সব উম্মত
ঐ হের রসুলে-খোদা এলো ঐ॥
হাজার সে কাফের সেনা বদরে,
তিন শত তের মমিন এধারে;
হজরতে দেখিল যেই, কাঁপিয়া ডরে
কহৃইল কাফের সব তাজিমের স্বরে
ঐ হের রসুলে-খোদা এলো ঐ॥
কাঁদিয়া কেয়ামতে গুনাহ্গার সব,
নবীর কাছে শাফায়তী করিবেন তলব,
আসিবেন কাঁদন শুনি' সেই শাহে-আরব
অমনি উঠিবে সেথা খুশির কলরব
ঐ হের রসুলে-খোদা এলো ঐ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৯ মাস।
- রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩৬ (ফাল্গুন-চৈত্র ১৩৪২)। এন ৭৪৯৯। শিল্পী: পিয়ারু কাওয়াল [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: আহসান মুর্শেদ। নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। সপ্তম গান] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
- সুরাঙ্গ: কাওয়ালি
- তাল: কাহারবা
- গ্রহস্বর: র্র