ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে (o kalo shoshi re , bajayo na ar bashi re)


            ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে।
            বাঁশি শুনিতে আসি না আমি, জল নিতে আসি হে॥
            আঁচল দিয়ে মুছি বন্ধু কাজলেরি কালি,
            যায় না মোছা তোমার কালি লাগলে বনমালী;
 তোমার  বাঁশির সুরে ভেসে গেল কত রাধার মুখের হাসি রে॥
            কাল নাগিনীর ফণায় নাচো, বুঝবে তুমি কিসে,
            কত কুল-বধূ মরে ঐ বাঁশরির বিষে (বন্ধু)
            ঘরে ফেরার পথ হারায়ে ফিরি তোমার পায়ে পায়ে,
            জলের কল্‌সি জলে ডোবে, আমি আঁখি জলে ভাসি রে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর  (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৯) মাসে সেনোলা রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৬ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৬৩৫]
    • অগ্রন্থিত গান: নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (একাদশ খণ্ড), বাংলা একাডেমী। ১১ জ্যৈষ্ঠ ১৪১৭, ২৫শে মে ২০১০।  গান সংখ্যা ৮৭। পৃষ্ঠা: ৪১-৪২।
  • রেকর্ড: সেনোলা। ডিসেম্বর ১৯৪২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৯)। কিউএস ৫৯৩। শিল্পী: শৈল দেবী
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।