ও কে উদাসী আমায় হায় (o ke udashi amay hay)

ও কে উদাসী আমায় হায়
ডাকে আয় আয়
        গোধূলি-বেলায় বাজায়ে বাঁশরি।
তা'র পাহাড়ি সুরে
মোর নয়ন ঝুরে
        মম কুল-লাজ গৃহ-কাজ যাই পাশরি'॥
তা'র সুরের মায়ায় আকাশ ঝিমায়,
        চাঁদের চোখে তিমির ঘনায় ─
তা'র বিরহে মধুর মোহে জীবন মরণ পলকে বিসরি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের এপ্রিল  (চৈত্র ১৩৪১-বৈশাখ ১৩৪২)  মাসে এইচএমভি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১২। ]
    • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, দ্বাদশ  খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।  পৃষ্ঠা ৭২।  [পাণ্ডুলিপি]
    • নজরুল সঙ্গীত স্বরলিপি, আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ১১৩-১১৬ [নমুনা]
       
  • রেকর্ড: এইচএমভি । এপ্রিল ১৯৩৫ (চৈত্র ১৩৪১-বৈশাখ ১৩৪২) এপ্রিল ১৯৩৫। এন ৭৩৫৫। শিল্পী: শৈলেন বন্দ্যোপাধ্যায়
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • ইদ্‌রিস আলী। ১৯৩৫ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: শৈলেন বন্দ্যোপাধ্যায়] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি আটচল্লিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।  [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।