ও কে উদাসী বেণু বাজায় (o ke udashi benu bajay)
ও কে উদাসী বেণু বাজায়
ডাকে করুণ সুরে আয় আয়॥
ও সে বাঁধন-হারা বাহির-বিলাসী
গৃহীরে করে সে পরবাসী
রস-যমুনায় উজান বহায়॥
মম মনের ব্রজে ওসে কিশোর রাখাল
যেন বাজায় বাঁশি শুনি অনাদিকাল
তার সরল বাঁশি তার তরল তাল
অন্তরে গরল-সুধা মেশায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪২) মাসে এইচএমভি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৩ মাস।
- রেকর্ড:
- এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)। এন ৭৪০৬। শিল্পী: মিস্ ইন্দুবালা। শ্রেণী: ভজন।] [শ্রবণ নমুনা]
- ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর তারিখের নজরুলের সাথে এইচএমভির চুক্তিপত্রে গানটির উল্লেখ ছিল।[নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। প্রথম গান] [নমুনা]
- পর্যায়: