ও কে কলসি ভাসায়ে জলে আনমনে (o ke kolshi bhasaye jole anmone)

ও কে কলসি ভাসায়ে জলে আনমনে।
তীরে ব'সে কী ভাবে আর ঢেউ গণে॥
নিয়ে শিথিল আঁচল খেলে উতল সমীর
তার আল্‌তা পায়ের মুছে নেয় নদী-নীর,
খুলে কবরী জড়ায় হাতের কাঁকনে॥
সে জল্‌কে আসার ছলে নদী-তীরে
শুধু ওপার পানে চাহে ফিরে ফিরে,
খুলে পায়ের নূপুর ফেলে দেয় সে নীরে ─
আসে ঘরে ফিরে নিয়ে জল নয়নে॥

  • রচনাকাল ও স্থান:  রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নজরুলের সুস্থাবস্থায় এই গান কোনো কোনো মাধ্যমেই প্রকাশিত হয় নি।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৭৩। পৃষ্ঠা: ৯৪১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।