ও কে বিকাল বেলা ব'সে নিরালা বাঁধিছে কেশ (o ke bikal bela boshe nirala badhichhe kesh)


ও কে বিকাল বেলা ব'সে নিরালা বাঁধিছে কেশ।
হেরি' আশির্তে নিজেরই চারু-মুখ (চোখে) জাগে আবেশ॥
বসনের শাসন নাই অঙ্গে তাহার
উথ্‌লে পড়ে মুক্ত-দেহে যৌবন-জোয়ার,
খুলে' খুলে' পড়ে কেশের কাঁটা বেণীর লেশ॥
আঙুলগুলি নাচের ভঙ্গিতে,
খেলে বেড়ায় বেণীর বিনুনিতে।
কভু বাঁকায় ভুরু কভু বাঁকায় গ্রীবা
ঠিক্‌রে পড়ে আয়নায় রূপের বিভা,
জাগে সহসা গালে তা'র সিঁদুর-ডিবার রঙের রেশ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।  ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)। ১২৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৯৩।
    • সন্ধ্যামালতী। নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। গান ৬৩। পৃষ্ঠা: ১৫৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।