ও তুই উল্‌টা বুঝ্‌লি রাম (o tui ulta bujhli ram)

ও তুই উল্‌টা বুঝ্‌লি রাম
আমি আম চাহিতে জাম দিলে, আর জাম চাহিতে কি-না আম॥
আমি চড়্‌বার ঘোড়া চাইতে শেষে, ওগো ঘোড়াই ঘাড়ে চড়লো এসে,
ও বাব্বা --
আমি প্রিয়ার চিঠি চাইতে এলো কিনা ইনকামট্যাক্‌স-এর খাম॥
আমি চেয়েছিলাম কোঠা বাড়ি, তাই পড়লো পিঠে লাঠির বাড়ি
ভুলে আমি বলেছিলাম তোমার পায়ে শরণ নিলাম।
তুমি ভুল বুঝিলে, ভিটেবাড়ি সব হ'লো নিলাম॥
আমি চেয়েছিলেম সুবোধ ভাইটি
তা না হয়ে, বাবা, গোয়াঁর সে ভাই উঁচায় লাঠি
আমি শ্রী ব্রজধাম চাইতে ঠেলে দিলে শ্রীঘর হাজ্‌ত ধাম॥

  • রচনাকাল ও স্থান: রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নাগরিক পত্রিকার ১৩ চৈত্র ১৩৪১ (বুধবার ২৭ মার্চ ১৯৩৫) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
     
  • পত্রিকা: নাগরিক। ১৩ চৈত্র ১৩৪১ (বুধবার ২৭ মার্চ ১৯৩৫) ।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)। ১৩০তম গান। পৃষ্ঠা: ৪১।
    • নজরুল রচনাবলী (জন্মশতবর্ষ সংস্করণ ১১শ খণ্ড)। ১১ জ্যৈষ্ঠ ১৪১৭/২৫ মে ২০১০। গান সংখ্যা ৮২। হাসির গান। পৃষ্ঠা: ২৬২
    • একশো গানের নজরুল স্বরলিপি, ৬ষ্ঠ খণ্ড, হাসির গান ১৯২ (হরফ প্রকাশনী, ২৬ মে, ১৯৮৯)
    • শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, হাসির গান ১৯২ (হরফ প্রকাশনী, ২৪ সেপ্টেম্বর জানুয়ারি, ১‌৯৯৯)।
    • নজরুলগীতি অখণ্ড, হাসির গান ২২৫৫। (হরফ প্রকাশনী, ২৩ জানুয়ারি ২০০৪)
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১৪০। Ranjit Roy (HMV) । হাসির গান। পৃষ্ঠা ১৬৭।]
  • রেকর্ড:
    • এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২
    • এইচএমভি [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এন ৭৪৭৭। শিল্পী রঞ্জিৎ রায়।] [শ্রবণ নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।