ও তুই যাস্‌নে রাই-কিশোরী কদমতলাতে (o tui jash ne rai-kishori kodomtola te)

ও তুই যাস্‌নে রাই-কিশোরী কদমতলাতে,
সেথা ধরবে বসন-চোরা ভূতে, পারবিনে আর পালাতে॥
        সে দেখলে কি আর রক্ষে আছে,
        ও-তোর বসন গিয়ে উঠ্‌বে গাছে,
ওলো গোবর্ধন-গিরিধারী সে 
 পারবিনে তায় টলাতে॥
            দেখতে পেলে ব্রজবালা,
            ঘট কেড়ে সে ঘটায় জ্বালা,
(ওলো) নিজেই গ’লে জল হ’বি তুই পারবিনে তায় গলাতে॥
            ঠেলে ফেলে অগাধ-নীরে
            সে হাসে লো দাঁড়িয়ে তীরে,
শেষে ভাসিয়ে নিয়ে প্রেম-সাগরে ওলো দোলায় নাগরদোলাতে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৩৯) মাসে,  গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানিতে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৮  মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। এন ৭০৭৬। শিল্পী: আশ্চর্যময়ী।  ][শ্রবণ নমুনা]
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল 
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গীতি-শতদল-৫১। ঝুমুর-খেমটা]।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৫১।  ঝুমুর-খেমটা। পৃষ্ঠা ৩১১-৩১২]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্‌রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/ সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ষষ্ঠ গান। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: ঝুমুর
    • তাল: তালফেরতা (দাদরা/ কাহারবা)
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।