আমার দুখের বন্ধু, তোমার কাছে চাইনি ত’ এ সুখ। ( amar dukher bondhu, tomar kache chaini to e sukh)
রাগ: ছায়ানট-কেদারা, তাল: একতাল
আমার দুখের বন্ধু, তোমার কাছে চাইনি ত’ এ সুখ।
আমি জানিনি ত বুকে পেয়েও কাঁদবে এ মন বুক॥
আমার শাখায় যবে ফোটেনি ফুল
আমি চেয়েছি পথ আশায় আকুল,
আজ ফোটা ফুলে কাঁদে কেন কুসুম ঝরার দুখ॥
প্রিয় মিলন-আশায় ছিনু সুখে ছিলে যবে দূর,
আজ কাছে পেয়ে পরান কাঁদে বিদায়-ভয়াতুর।
এ যে অমৃতে গরল মিশা
প্রাণে কেবলি বাড়িছে তৃষা,
আমার স্বর্গে কেন মলিন ধরার বেদন জাগরূক॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
- গ্রন্থ
- চোখের চাতক।
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ১৮। ভাটিয়ালি-কার্ফা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ১৮। ভাটিয়ালি- কার্ফা। পৃষ্ঠা: ২০৫-২০৬]
- চোখের চাতক।