ও পাপিষ্ঠ, এই উচ্ছিষ্ট কেন না খাবি। (o papisto, ei ucchisto keno na khabi)
ও পাপিষ্ঠ, এই উচ্ছিষ্ট কেন না খাবি।
তোর বিধবা মা'র বিয়ে হলে, তাকে কি তুই বাবা বলবি॥
পাঁচুর উচ্ছিষ্ট ঐ নারী,
ধন্য রে তোর বাহাদুরি,
উচ্ছিষ্ট মেয়ে, করলে বিয়ে পাঁচুর যে উচ্ছিষ্ট খাবি॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। বৌ এর বিয়ে। নবম দৃশ্যান্তর। বিবেকের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৮৪।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ৮৫৮]
- বিষয়াঙ্গ: হাস্যরসাত্মক পালা। দ্বিতীয় গান। ভণিতা নাই।