ও বন-পথ! ওরে নদী কোথায় রে তোর শেষ (o bon-poth! ore nodi kothay re tor sesh)

নাটক : 'মধুমালা'
ও বন-পথ! ওরে নদী কোথায় রে তোর শেষ?
সেই শেষে কি আছে আমার মধুমালার দেশ রে,
মধুমালার দেশ॥
পাহাড় রে তোর কাল কোলে
সাগর-ঢেউ-এর মালা দোলে
সেই সাগরের তীরে বসে শুকায় কি তার কেশ,
সে শুকায় কি তার কেশ॥
ওরে আকাশ তুই কি নুয়ে,
মধুমালায় আছিস্‌ ছুঁয়ে
দেখি রঙীন সাঁঝে তোরই সাঁঝে তোরই মাঝে (তার) পা’র আল্‌তার রেশ রে
মধুমালার দেশ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২০ অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), 'মধুমালা' নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • মঞ্চনাটক: মধুমালা (নাটক)। নাট্যভারতী রঙ্গমঞ্চ [২০ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (শনিবার ৩ কার্তিক ১৩৪৬)]।  তৃতীয় অঙ্ক। মদনকুমারের গান।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২২১৪]
    • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ সপ্তম খণ্ড (কার্তিক ১৪১৯/নভেম্বর ২০১২)। তৃতীয় অঙ্ক। মদনকুমারের গান। পৃষ্ঠা: ৩০৮-৩০৯

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।