ও বন্ধু আমার অকালে ঘুম ভাঙাইয়া গো (o bondhu amar okale ghum bhangaiya go)

ও বন্ধু আমার অকালে ঘুম ভাঙাইয়া গো করলে কেন দোষী।
তুমি নীল আকাশের পারা কেন পড়লে বুকে খসি॥
আমার মনের খিড়কি দুয়ার ঠেলে,
চুপে চুপে রূপের কুমার কখন তুমি এলে।
অন্ধ যেন দেখল প্রথম পূর্ণিমারই শশী॥
আমি কুলের বধূ জলে যেতাম, কেন তুমি বঁধু
কলসি কেড়ে জল ফেলে গো দিলে ফুলের মধু।
আর নদীর ঘাটে দেয় না যেতে কাউ গো

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৪ই জুন (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮), সন্ধ্যা ৮.০০টায় পদ্মার ঢেউ (গীত চিত্র)-এর সাথে প্রথম কলকাতা বেতার কেন্দ্র থেকে থেকে প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ১ মাস।
     
  • বেতার:
    • পদ্মার ঢেউ (গীত চিত্র)। কলকাতা বেতার কেন্দ্র, ক। তৃতীয় অধিবেশন। [১৪ জুন ১৯৪১ (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮)] সময়: ৮-৮.৩৯ মিনিট।
         [সূত্র: বেতার জগত। ১২শ বর্ষ ১১শ সংখ্যা। [পৃষ্ঠা: ৬৫২]
       
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২২১৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।