ও বন্ধু! দেখ্‌লে তোমায়, বুকের মাঝে জোয়ার-ভাঁটা খেলে (o bondhu ! dekhle tomay, buker majhe joyar-bhata khele)

                    তাল: কাহার্‌বা
ও বন্ধু! দেখ্‌লে তোমায়, বুকের মাঝে জোয়ার-ভাঁটা খেলে।
আমি এক্‌লা ঘাটে কুলবধূ কেন তুমি এলে
                        বন্ধু, কেন তুমি এলে॥
ও বন্ধু, আমার অঙ্গে কাটা দিয়ে ওঠে বাজাও যখন বাঁশি
আমি খিড়্‌কি দুয়ার দিয়ে বন্ধু, জল ভরিতে আসি
ভেসে' নয়ন-জলে ঘরে ফিরি ঘাটে কলস ফেলে॥
আমার পাড়ায়, বন্ধু, তোমার নাম যদি নেয় কেউ
বুকে আমার দুলে ওঠে পদ্মা নদীর ঢেউ বন্ধু পদ্মা নদীর ঢেউ।
                ওগো ও চাঁদ, এনো না আর
                দু'কূল-ভাঙা এমন জোয়ার
কত ছল ক'রে জল লুকাই চোখের কাঁচা কাঠে আগুন জ্বেলে

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫) মাসে , এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫)। এন ১৭১৮৫। শিল্পী পদ্মরাণী চ্যাটার্জি। সুর নজরুল] [শ্রবণ নমুনা]  [আফরোজা খান মিতা(শ্রবণ নমুনা)]
  • বেতার:
    • কলকাতা বেতার। কলকাতা খ। চতুর্থ অধিবেশন  সন্ধ্যা ৯:৩০। ৪ ডিসেম্বর ১৯৩৯। (সোমবার, ১৮ অগ্রহায়ণ ১৩৪৬)। শিল্পী: পদ্মরাণী গাঙ্গুলী।
              [সূত্র: The Indian Listener, Vol. IV, No. 23 November 1939] page 1623]
       
    • পদ্মার ঢেউ (গীত চিত্র)। কলকাতা বেতার কেন্দ্র, ক। তৃতীয় অধিবেশন। [১৪ জুন ১৯৪১ (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮)] সময়: ৮-৮.৩৯ মিনিট।
         [সূত্র: বেতার জগত। ১২শ বর্ষ ১১শ সংখ্যা। [পৃষ্ঠা: ৬৫২]

       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। পঞ্চম গান] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: লোক-সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।