ও বাছাধন, পেট বাজিয়ে, ঠ্যাং নড়িয়ে, লাফাও না অকারণ। (o bachhadhon, pet bajiye, thang noriye)

ও বাছাধন, পেট বাজিয়ে, ঠ্যাং নড়িয়ে, লাফাও না অকারণ।
তুমি, যুক্তির মাঝে, কথায় ছলে, কর হেথা গান নাচন॥
             ট্যেংরা, পুটি, খলসে যত,
             লাফায় তারা অবিরত,
ঘোলাজলে প্রাণাহত, তবু নেঙুর নেড়ে অচেতন॥
             যত জিওল আর মাগুর,
    (তারা) কুরকুরিয়ে ভাঁজে সুর,
আবার ঘোলা জলে, কাদার তলে, বাঁচায় তারা ঐ জীবন॥
             তাই বলি, ওহে পাল্লাদার,
             তুমি এক, কথারই ভাণ্ডার,
ক্ষুদে চোখে, চাউনি বড়, করলে কি আর হয় শোভন॥
             হাতির শুঁড়ে রসি বেঁধে,
             দ্বারে দ্বারে ভিক্ষা সেধে,
সাগর তলের মুক্তা লাভের, আশা কর অকারণ॥
             ষোল কুড়ি দিলে বাড়ি,
             ভাঙে, আটাশ কুড়ি ছত্রিশ হাড়ি,
তারি মাঝে বুনো গণ্ডার, আঘাত কি হে পায় কখন॥
             বজ্রাটুনি ফস্‌কা গেরোয়,
             আগুন দিলে ফুলকি বেরোয়,
নিমের ঐ তিক্ত রস পান করিলে, বেদানায় যে পায় বেদন॥
             চুরুলিয়ার এসলাম মাস্টার,
             ধনুকেতে দিচ্ছে টংকার,
কাঁপছে আসর থর থর, তাই ভাব্‌ছে বসে শ্রোতাগণ॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। উতোর সং। মূল চাপান সং-এর নাম পাওয়া যায় নি [১]। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪১৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯৩২]
       
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ চাপান সং-এর উতোর সং। নাম পাওয়া যায় নি। ভণিতা 'এসলাম মাস্টার'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।