ও বাবা ফকির সাহেব, তোমার কথা সত্য যে দেখছি। (o baba fokir saheb)

ও বাবা ফকির সাহেব, তোমার কথা সত্য যে দেখছি।
এখানে গাছের দখিন ডালে এক থোকায় সাত আম পেয়েছি॥
            ফলের সন্ধান দিলে তুমি,
            এ ফলে ফল পাব আমি,
তোমার কদমে সালাম, তোমারে খাঁটি জেনেছি॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:

১. লেটো গান। পালা: বানর রাজকুমার ।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৬০২]


সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান । সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।