ওমা এক্‌লা ঘরে ডাকব না আর দুয়ার বন্ধ ক’রে (o maa ekla ghore dakbo na ar )

ওমা এক্‌লা ঘরে ডাকব না আর দুয়ার বন্ধ ক’রে।
তুই সকল ছেলের মা যেখানে ডাকব মা সেই ঘরে॥
            রুদ্ধ আমার একলা এ মন্দিরে,
            পথ না পেয়ে যাস্ বুঝি মা ফিরে,
মোরে জ্যোতির্লোকে ঘুম্ পাড়িয়ে তাপিত সন্তানে নিয়ে
                                    মাগো কাঁদিস্ বুকে ধ’রে॥
আমি একলা মানুষ হ’তে গিয়ে হারাই মা তোর স্নেহ,
আমি যে ঘর যেতে ঘৃণা করি মা,─ সেই তোর গেহ।
            দুর্বল মোর ভাই বোনদের তুলে,
            আমি দাঁড়াব মা যেদিন, চরণ মূলে।
সেদিন মা তুই আপনি এসে কোলে তুলে নিবি হেসে,
                                    আর হারাব না তোরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)।   এন ১৭০৫২। শিল্পী: চিত্তরায়[শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্‌রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা] তৃতীয় গান। [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: না

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।