ওমা কালী সেজে ফিরলি ঘরে, কোটি ছেলের কাজল মেখে (o maa kali seje firli ghore, koti chheler kajol mekhe)

 ওমা  কালী সেজে ফিরলি ঘরে, কোটি ছেলের কাজল মেখে।
        একলা আমি কেঁদেছি মা সারাটি দিন ডেকে ডেকে॥
        হাত বাড়ায়ে মা তোর কোলে
আমি  যাব না আর 'মা' 'মা' বলে,
        মা হয়ে তুই ঘুরে বেড়াস্ আমায় ধূলায় ফেলে রেখে॥
তোর  আর ছেলেদের অনেক আছে
        আমার যে মা নাই গো কেহ,
        আমি শুধু তোরেই জানি, যাচি শুধু তোরি স্নেহে।
তাই   আর কারে যেই ধরিস কোলে —
মোর   দু'চোখ ভ'রে ওঠে জলে (মাগো),
আমি   রাগে-অনুরাগে কাঁদি অভিমানে দূরে থেকে॥

  • ভাবসন্ধান: এই গানে মাতৃরূপিণী কালীকে উপস্থাপন করা হয়েছে,  সন্তানের মাতৃভক্তের অভিমানী অভিব্যক্তিতে। এগানে পাওয়া যায় মাতৃরূপিণী কালীর সাথে ভক্তের রাগ-অনুরাগ অভিমানে পালা। মা-সন্তানের গভীর ভক্তি-স্নেহের অভিব্যক্তি,  বাৎসল্য রসে মনকে দ্রবীভূত করে দেয় এই গান।

    ভক্ত সারাদিন মায়ের স্নেহের প্রতীক্ষা থাকেন। কিন্তু মা তাঁর অগণন সন্তানদের স্নেহকাজল অঙ্গে মেখে কৃষ্ণবর্ণা হয়ে ঘুরে বেড়ান।  তাঁর এই সন্তানের মায়ের প্রতি অভিমান এই যে, তিনি এই সন্তানকে ধূলায় রেখে অন্য সন্তানদের সাদরে কাছে টেনে নেন, তাই এই সন্তান দেবীর দিকে হাত বাড়িয়ে তাঁকে কোলে তুলে নেওয়ার জন্য আব্দার করেন না।

    এই কবি মায়ের কাছে স্নেহ ছাড়া আর কিছু চান না। তাই দেবী যখন অন্য সন্তানকে কোলে তুলে নেন, তখন অভিমানে তাঁর দুচোখ জলে ভরে ওঠে। তিনি রাগ-অনুরাগ অভিমানে মায়ের কাছ থেকে দূরে বসে থাকেন।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৪ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫১) মাসে কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে প্রথম এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় অসুস্থ ছিলেন।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৫০৪ 
  • রেকর্ড: কলম্বিয়া। [জুন ১৯৪৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫১)]জিই ২৬৭৯। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। [শ্রবন নমুনা]
  • সুরকার: চিত্ত রায়
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ৬ষ্ঠ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯-২১]। ১৯৪৪ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫১) মাসে কলাম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের সুরানুসারে কৃত স্বরলিপি। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। কালী। মাতৃরূপিণী। অভিমান
    • সুরাঙ্গ: রামপ্রসাদী
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: ধনা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।