ওমা কালী সেজে ফিরলি ঘরে, কোটি ছেলের কাজল মেখে (o maa kali seje firli ghore, koti chheler kajol mekhe)


                    তাল: দাদ্‌রা

 ওমা  কালী সেজে ফিরলি ঘরে, কোটি ছেলের কাজল মেখে।
        একলা আমি কেঁদেছি মা সারাটি দিন ডেকে ডেকে॥
        হাত বাড়ায়ে মা তোর কোলে
আমি  যাব না আর 'মা' 'মা' বলে,
        মা হয়ে তুই ঘুরে বেড়াস্ আমায় ধূলায় ফেলে রেখে॥
তোর  আর ছেলেদের অনেক আছে
        আমার যে মা নাই গো কেহ,
        আমি শুধু তোরেই জানি, যাচি শুধু তোরি স্নেহে।
তাই   আর কারে যেই ধরিস কোলে —
মোর   দু'চোখ ভ'রে ওঠে জলে (মাগো),
আমি   রাগে-অনুরাগে কাঁদি অভিমানে দূরে থেকে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৪ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫১) মাসে কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে প্রথম এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় অসুস্থ ছিলেন।
     
  • রেকর্ড: কলম্বিয়া। [জুন ১৯৪৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫১)]জিই ২৬৭৯। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। [শ্রবন নমুনা]
  • সুরকার: চিত্ত রায়
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ৬ষ্ঠ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯-২১]। ১৯৪৪ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫১) মাসে কলাম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের সুরানুসারে কৃত স্বরলিপি। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দু, শাক্ত]
    • সুরাঙ্গ: রামপ্রসাদী
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: ধনা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।