ওমা তোর চরণে কি ফুল দিলে পূজা হবে বল (o maa tor chorone ki ful dile)

ওমা  তোর চরণে কি ফুল দিলে পূজা হবে বল।
        রক্ত-জবা অঞ্জলি মোর হ'লো যে বিফল॥
                বিশ্বে যাহা আছে মাগো
                তাতেও পূজা হবে নাকো,
        তাই তো দুঃখে নয়নে মোর শুধুই আসে জল॥
        মনের কোণে অর্ঘ্য রচি' আঁধার ঘরে একা,
        ডাকলে তোরে সকল ভুলে দিবি না তুই দেখা।
                তখন কি মা দুঃখ-হরা
                শেষ হবে না অশ্রুধারা,
        কি ফুলে তোর পূজা হবে বল 
 কেন করিস্ ছল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩০৫ গান। পৃষ্ঠা: ৩৯৫।


 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।