(ওমা) দুঃখ-অভাব-ঋণ যত মোর (শ্যামা) রাখলাম তোর পায়ে (o maa dukkho-obhab-hrin joto mor)

(ওমা)  দুঃখ-অভাব-ঋণ যত মোর (শ্যামা) রাখলাম তোর পায়ে।
(এবার)  তুই দিবি মা, ভক্তের তোর সকল ঋণ মিটায়ে॥
           মাগো     সমন হাতে মোর মহাজন
                      ধরতে যদি আসে এখন,
           তোরই পায়ে পড়বে বাঁধন ছেলের ঋণের দায়ে॥
  ও মা   সুদ আসলে এ সংসারের বেড়েই চলে দেনা,
 এবার   ঋণ মুক্তির তুই নে মা ভার, রইব তোরই কেনা।
                      আমি আমার আর নহি ত
           (আমি)   তোর পায়ে যে নিবেদিত,
  এখন   তুই হয়েছিস্ জামিন আমার দে ওদের বুঝায়ে॥

  • পাঠভেদ:
    • ওমা দুঃখ অভাব ঋণ যত মোর [নজরুল সঙ্গীত সংগ্রহ]
      আমার ঋণের বোঝা শ্যামা [হারানো গানের খাতা]
       
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ১৩০৮ সংখ্যক গান। রাগ: ভৈরবী। পৃষ্ঠা: ২৯৬।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১৩২। for Inati Jaill Dutt। শ্যামা-সঙ্গীত। পৃষ্ঠা ১৫৯।]
  • রেকর্ড: এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।