ওমা যা কিছু তুই দিয়েছিলি ফিরিয়ে দিলাম তোকে (o maa ja kichhu tui diyechhili)

ওমা   যা কিছু তুই দিয়েছিলি ফিরিয়ে দিলাম তোকে।
        তুই ছাড়া আর বলতে আপন (কেউ) রইল না ত্রিলোকে॥
             তুই  কোলে নেবার দায় এড়িয়ে
                   রেখেছিলি মন ভুলিয়ে খেলনা দিয়ে,
তুই   পালিয়েছিলি ঘুম পাড়িয়ে (মায়ার) কাজল দিয়ে চোখে॥
       কোটি জনম কাট্‌ল কেঁদে মাগো তোকে ভুলে,
(মা)  তোরে মনে পড়েছে আজ, (এবার) নে মা কোলে তু'লে।
             এই  পুত্র জায়া মায়ার ছবি
                   তুই ছাড়া মা মিথ্যা সবই,
       ভুলব না আর এবার আমি জড়াব না দুঃখ-শোকে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩১১। 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।