ও রাঙাবাবু! তুই ডাঁসা ডালিম দানা পলাশ ফুল। (o rangababu! tui dasha dalim dana polash ful)

         নাটক: কালিন্দী
ও রাঙাবাবু! তুই ডাঁসা ডালিম দানা পলাশ ফুল।
তোকে বুকে নিয়ে কাঁদব, এলো খোঁপায় বাঁধব,
করব কানের দুল॥
তুই ফাগুনের ফুল, তুই আগুনের ফুল্কি
তুই আকাশের চাঁদ রে, চন্দনের উল্কি,
তুই কেষ্ট-চূড়া, রঙে রসে ভরা –
তুই রথের ঠাকুর, মোরা পথের বাউল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ১২ জুলাই (শনিবার ২৮ আষাঢ় ১৩৪৮) নাট্যনিকেতন মঞ্চে  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী নামক নাটককের উদ্বোধন হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৩৫। নাটক: কালিন্দী। পৃষ্ঠা: ৭৮১ ]
  • মঞ্চ নাটক: কালিন্দী। নাট্যকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মঞ্চ: নাট্যনিকেতন। [১২ জুলাই ১০৪১ (শনিবার ২৮ আষাঢ় ১৩৪৮)। নাটককের উদ্বোধনীর দিন]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।