ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে (o shapla ful nebo na)
সিনেমা: 'অভিনয় নয়', তাল: দাদ্রা
মেয়ে : ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে
নইলে দেবো না বাঁশি ফিরিয়ে।
ছেলে : খুলে বেণীর বিনুনী, খোঁপার চিরুনি
হাতে দে, যাব খানিক জিরিয়ে।
মেয়ে : বন-পায়রার পালক দে কুড়িয়ে,
ছেলে : তোর চোখের চাওয়া পায়রা দিল উড়িয়ে,
দুজনে : মোদের ঝগড়া দেখে হালকা হাওয়া বহে ঝিরঝিরিয়ে।
ছেলে : তোর জোড়া ভুরু-ধনুক মোর নাসিকা বাঁশি লো
মেয়ে : চাঁদের চেয়ে ভালো লাগে
কালো রূপের হাসি রে তোর কালো রূপের হাসি
ছেলে : ওই কালো চোখের হাসি।
মেয়ে : তুই যাদু করে মন দিলি দুলিয়ে
দুজনে : মোদের কথা শুনে শিরিষ পাতা ওঠে শিরশিরিয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২রা মার্চ (শুক্রবার ১৮ ফাল্গুন ১৩৫১), শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পরিচালিত 'অভিনয় নয়' চলচ্চিত্রে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৫ বৎসর ১০ মাস]
- গ্রন্থ: প্রচার পুস্তিকা। চলচ্চিত্র: অভিনয় নয়। পরিচালক: শৈলজানন্দ মুখোপাধ্যায়। সাত সংখ্যক গান। পৃষ্ঠা: আট] [প্রচার পুস্তিকা]
- চলচ্চিত্র: অভিনয় নয় [পরিচালক: শৈলজানন্দ মুখোপাধ্যায়। ২ মার্চ ১৯৪৫ (শুক্রবার ১৮ ফাল্গুন ১৩৫১)।]
- রেকর্ড: কলম্বিয়া [এপ্রিল ১৯৪৫ (চৈত্র ১৩৫১-বৈশাখ ১৩৫২)। জিই ২৭৭৮। শিল্পী: গিরীন চক্রবর্তী ও শেফালী ঘোষ। সুর: গিরিন চক্রবর্তী] [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: আহসান মুর্শেদ। নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। অষ্টম গান] [নমুনা]
- সুরকার: গিরিন চক্রবর্তী
- পর্যায়:
- বিষয়াঙ্গ: নাট্যগীতি (প্রেম)
- সুরাঙ্গ: কাওয়ালি
- তাল: দাদরা
- গ্রহস্বর: সপা