ও সুজন, তু হলি মাঠের গোখ্‌রা, আমি পাহাড়ি চিতি। (o sujon tu holi mather gokhra)

ও সুজন, তু হলি মাঠের গোখ্‌রা, আমি পাহাড়ি চিতি।
নাগ নাগিনী একই হুয়ে গাইবো মিলন গীতি॥
তু রে সুজন আমার খাঁচা, আমি খাঁচার পাখি,
ই বাজারে সাপ খিলাতে মিল্‌লো আঁখে আঁখি,
বাঁধলি সুরে, পিরিত ডুবে, দিয়ে পিরিত প্রীতি॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। বনের মেয়ে পাখি। অষ্টম দৃশ্য। দ্বিতীয় গান। পাখির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৩০।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৩৫]
  • বিষয়াঙ্গ: 'বনের মেয়ে পাখি' পালার সপ্তম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।